ফিনটেক-এর প্রয়োজনীয়তা

ফিনটেক-এর প্রয়োজনীয়তা

 ফিনটেক এর প্রয়োজনীয়তা:

ফিনটেক এর কাজই হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির বর্তমান যে সাপ্লাই চেইন রয়েছে তাকে পরিবর্তন করে সকলের জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো সহজলভ্য করা। আমাদের দেশে এই রকম টাকা পাঠানোর একটি সহজলভ্য মাধ্যম হচ্ছে বিকাশ।

আবার ফিনটেক এর মাধ্যমে চাইলে কোম্পানিগুলোও অনেক সুবিধা পেতে পারে। যেমন, ফিনটেক এর একটি প্রোডাক্ট হচ্ছে বিটকয়েন (bitcoin), বিটকয়েন (bitcoin) হচ্ছে একধরণের ক্রিপ্টো-কারেন্সী (Crypto-currency) কিংবা ডিজিটাল কারেন্সী (digital currency) যার অস্তিত্ব কেবল অনলাইনে আছে। বাস্তবে এরকম কারেন্সী দেখতে পাওয়া যায় না।

ডিজিটাল কারেন্সী (digital currency) জিনিসটির জনপ্রিয়তা পুরো পৃথিবী জুড়েই বাড়ছে। ফিনটেক (fintech) এর ধারণাটি উন্নত দেশের থেকেও আমাদের মতো দেশগুলোর জন্য বেশি প্রযোজ্য। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে দেশের সর্বসাধারণকে যদি ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর সাথে আত্তীকরণ করতে হয়, তাহলে ফিনটেক এর ব্যাপক প্রয়োজন। ফিনটেক মূলত কাজ করে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে ডিসরাপটিভ ইনোভেশন (disruptive innovation) এর প্রয়োগ নিয়ে। যখনি আপনি প্রচলিত ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে একেবারে সবার হাতের নাগালে নিয়ে যেতে চাইবেন তখনই চিন্তা করতে হয় ডিসরাপটিভ ইনোভেশন নিয়ে।

যেমন আমাদের দেশে সরকার ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে অনেক সময়। এই বৃত্তির টাকাগুলো অনেক সময় লোকজনের মাধ্যমে আবার অনেক সময় ব্যাংক একাউন্টের মাধ্যমে দেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রে ফিনটেক এর প্রয়োগ করা যেতে পারে। এই পদ্ধতিতে সরকার ছাত্র-ছাত্রীদের একটি তালিকা তৈরী করবেন এবং প্রত্যেক ছাত্র-ছাত্রীর মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে রাখবেন। পরবর্তীতে বৃত্তির টাকার একটি কোড নম্বর ছাত্র-ছাত্রীদের মোবাইলে মেসেজ হিসেবে পাঠাবেন। ছাত্র-ছাত্রীরা পরে এই কোড নম্বরটি ব্যবহার করে সরাসরি ব্যাংক থেকে টাকা সংগ্রহ করবেন।

আবার আমাদের দেশে সবার ব্যাংক একাউন্ট নেই। দেশের সবারই মোবাইল নম্বরগুলো রেজিস্ট্রেশন করা। এখন সরকারি যদি চান সবারই ব্যাংক একাউন্ট থাকা দরকার তাহলে ফিনটেক এর ধারণায় মোবাইল রেজিস্ট্রেশনের সব তথ্য দিয়ে মোবাইল নম্বরের বিপরীতে সবার জন্য একটি করে ব্যাংক একাউন্ট খুলে দিবেন। তাহলে সবারই একটি ব্যাংক একাউন্ট হয়ে যায়।

আবার আমাদের দেশ থেকে বাইরে পড়াশোনার জন্য আবেদনে করতে হলে অনেক সময় বেশকিছু খরচ যেমন আবেদন ফি দিতে হয়। কিন্তু আমাদের দেশের সবার ক্রেডিট কার্ড নেই। ফিনটেক এর বিষয়টি মাথায় রেখে যদি এমন একটি পেমেন্ট গেটওয়ে দাঁড় করানো যায়, যার মাধ্যমে আপনি মোবাইল কো¤পানি থেকে প্রি-পেমেন্টের মাধ্যমে ক্রেডিট কার্ড এর মতো সুবিধা পাবেন যেমন আপনি বাইরের জন্য আবেদন ফি কিংবা বাইরে থেকে কোনো শপিং করতে পারেন।

সর্বোপরি ফিনটেক (fintech) হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম, যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব। বিশেষত সমাজের সকল শ্রেণীকে ফিনান্সিয়াল সার্ভিসের আওতায় আন্তে ফিনটেক এর জুড়ি নেই। আবার এই ফিনটেক দিয়ে সহজেই ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিকে জনগণের একজন ভালো বন্ধু হিসেবে গড়ে তোলা যায়। আর প্রচলিত ধ্যান-ধারণার বাইরে চিন্তা ধারা থেকেই মূলত ফিনটেক এর উৎপত্তি। ফলে বলা যায়, ফিনটেকের প্রয়োজনীয়তা অপরিসীম।


লেখক: মুফতি ইয়াসিন আরাফত (CSAA)

সেক্রেটারি, ইসলামিক ফাইন্যান্স রিসার্চ কান্সিল

শরিয়াহ সেক্রেটারি, বিডি ক্রাউড লিমিটেড

প্রিন্সিপাল, ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসা

হেড অব বিজনেস, ব্রেইন্রি লিমিটেড

Previous Post Next Post

Ads