ব্যাংকরে বশৈষ্ট্যি

ব্যাংকরে বশৈষ্ট্যি

  

ব্যাংকরে বশৈষ্ট্যি:

ব্যাংক একটি ব্যবসা প্রতষ্ঠিান যা র্অথরে ব্যবসা করে। ব্যাংকরে Input এবং Output উভয়ই হলো র্অথ। তাই অন্যান্য ব্যবসায়রে বশৈষ্ট্যি ব্যাংক ব্যবসায় উপস্থিত থাকলওে এর কছিু বশিষে বশৈষ্ট্যি আছে যা ব্যাংককে অন্য ব্যবসা থকেে আলাদা করে। নিম্নে ব্যাংকরে অনন্য বশৈষ্ট্যিরে কয়কেটি উল্লখে করা হলো:

১. একক মালকিানা, অংশীদারি বা যৌথ মূলধনী কোম্পানি: ব্যাংকিং প্রতষ্ঠিান একক মালকিানা, অংশীদারী বা যৌথ মূলধনী কোম্পানি হতে পারে। এছাড়াও ব্যাংক সরকারি বা বসেরকারি মালকিানাধীন হতে পারে। এক্ষত্রেে ব্যাংকে নজিস্ব আইনরে আওতায় সংগঠতি হতে হয়। বাংলাদশেে সরকার-িবসেরকারি উভয় ধরনরে ব্যাংকই আছে এবং বসেরকারি সকল ব্যাংক লমিটিডে কোম্পানি হসিবেে প্রতষ্ঠিতি। যৌথ মূলধনী কোম্পানি হসিবেে কোনো ব্যাংক প্রতষ্ঠিতি হলে তা একটি কৃত্রমি আইনগত সত্তা লাভ করে। র্অথাৎ এ রকম ব্যাংকরে মালকিপক্ষ ও ব্যাংক দুটি পৃথক সত্তা হসিবেে স্বীকৃতি পায়। অন্যদকিে একক মালকিানা বা অংশীদারি ব্যবসায় হসিবেে ব্যাংক প্রতষ্ঠিতি হলে তা দশেরে প্রচলতি ব্যাংক আইন দ্বারা অনুমোদতি হতে হয়। যথষ্টে র্আথকি স্ব”ছলতা ছাড়া অন্য কোনো ব্যবসা পরচিালনা করা গলেওে ব্যাংক ব্যবসায় পরচিালনা করা যায় না। কারণ ব্যাংকরে ব্যবসা হলো র্অথরে ব্যবসা।

২. যথাযথ নরিাপত্তা প্রদান: ব্যাংক জনগণ বা প্রতষ্ঠিানরে র্অথ আমানত হসিবেে গ্রহণ করে ও সংরক্ষণ করে তাই আমানতকারীদরে র্অথরে যথাযথ নরিাপত্তা দতিে না পারলে তা জনগণরে আস্থা হারায়। তাই ব্যাংক এমন স্থানে অবস্থিত হয় এবং এমনভাবে পরচিালতি হয় যাতে আমানতকারীদরে আমানত ও ব্যাংকরে নজিস্ব সম্পদরে যথাযথ নরিাপত্তা প্রদান করা যায়। জনগণরে আস্থা ও বশ্বিাস র্অজন করতে না পারলে ব্যাংকরে আমানতরে পরমিাণ কমতে থাকে। আর আমানতরে পরমিাণরে উপর ব্যাংকরে স্ব”ছলতা নর্ভির করে। তাই সৎ ও বশ্বিস্ত না হলে ব্যাংকরে উপর মানুষরে আস্থা থাকে না এবং ব্যাংক সফলতা র্অজন করতে পারে না।

৩. বিভিন্নি হসিাবে আমানত গ্রহণ ও পরশিোধ: ব্যাংক সঞ্চয়ী, চলতি ও ময়োদী ইত্যাদি বভিন্নি হসিাবে (Account) আমানত গ্রহণ করে এবং আমানতকারীদরে দাবি অনুযায়ী তা যথানয়িমে পরশিোধ করে। সাধারণভাবে এটইি ব্যাংকরে অন্যতম মূলকাজ। তবে কছিু বশিষোয়তি ব্যাংকরে ক্ষত্রেে আমানত গ্রহণ ও ফরেত দান প্রধান কাজ হসিবেে গণ্য করা হয় না।

৪. ঋণ ও বনিয়িোগ: শুধু আমানত গ্রহণ নয়, আমানত হসিাবে পাওয়া র্অথ অন্য পক্ষকে ঋণ হসিবেে দয়োও ব্যাংকরে অন্যতম প্রধান কাজ। এজন্য ব্যাংককে ধার ও ঋণরে ব্যবসায়ী বলা হয়। জনগণ বা প্রতষ্ঠিানরে কাছ থকেে ব্যাংক যে আমানত গ্রহণ করে তা সবটুকু ঋণ হসিবেে বতিরণ না করে এর একটি অংশ ব্যাংক লাভজনক খাতে বনিয়িোগ করে। এ প্রক্রয়িায় ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র আমানত একত্রতি করে একটি বড় অংকরে মূলধন তরৈি করে। বশ্বিরে সকল দশেরেই মূলধন বাজাররে অন্যতম সদস্য হসিবেে ব্যাংকগুলো মূলধন গঠনরে গুরুত্বর্পূণ ভূমকিা পালন করে।

৫. গ্রাহক সবো: র্আথকি লনেদনে ছাড়াও ব্যাংক বভিন্নি জনকল্যাণকর ও প্রতনিধিত্বিমূলক কাজরে মাধ্যমে গ্রাহকদরে সবো প্রদান করে থাকে। যমেন- প্রত্যয়নপত্র ইস্যু, ক্রডেটি বা ডবেটি র্কাড ইস্যু, গ্রাহকদরে চকে ড্রাফট বা যে কোনো দাবি পূরণ, গ্রাহকদরে পক্ষে সকিউিরটিজি বন্ড বা র্সাটফিকিটে ক্রয়, ব্যবসা-বাণজ্যি ও বনিয়িোগ পরবিশে সর্ম্পকে গ্রাহকদরে পরার্মশ দান, গ্রাহকদরে র্আথকি স্ব”ছলতা সর্ম্পকে প্রত্যয়নপত্র দয়ো এবং বদৈশেকি বাণজ্যিরে ক্ষত্রেে গ্রাহকরে পরচিয়পত্র ইস্যু করা ইত্যাদি।

৬. গোপনীয়তা রক্ষা: ব্যাংকরে অন্যতম প্রধান বশৈষ্ট্যি হলো গ্রাহকদরে যাবতীয় তথ্যরে র্সবােচ্চ গোপনীয়তা রক্ষা করা। বশ্বিজুড়ে ব্যাংক র্সবােচ্চ গোপনীয়তা রক্ষার প্রতীক হসিবেে ববিচেতি হয়। অবশ্য সরকার বা অন্য যথাযথ র্কতৃপক্ষ বশিষে ক্ষত্রেে ব্যাংক থকেে গ্রাহকরে র্আথকি তথ্য পাওয়ার অধকিার রাখে।

অতএব বলা যায়, মানুষরে মাঝে লনেদনে ও মুদ্রা ব্যবস্থা চালু হওয়ার পরই মুদ্রার সঠকি ও যথাযথ প্রচলন ও নরিাপত্তার লক্ষ্যে ব্যাংকব্যবস্থা গড়ে উঠে। পরর্বতীতে ব্যাংক তার র্কাযক্রম বৃদ্ধি করে আমানত গ্রহণ, ঋণ দান, ঋণ ও র্অথ সৃষ্টি করা সহ দশেরে সকল র্অথনতৈকি র্কমকাণ্ড পরচিলনা ও সামাজকি অবকাঠামো উন্নয়নে গুরুত্বর্পূণ ভূমকিা রাখতে শুরু করে। ব্যাংক সরকারি বা বসেরকারভিাবে একক, অংশীদারি বা যৌথ মূলধনী প্রতষ্ঠিান, কোম্পানি বা দপ্তর হসিবেে পরচিালতি হয়। এভাবইে ব্যাংকব্যবস্থা চলে আসছে এবং ক্রমান্বয়ে নতুন নতুন প্রোডাক্ট ও সবোর পরিধি সম্প্রসারণ করছে।

Previous Post Next Post

Ads