About Mufti Easin Arafat

About Mufti Easin Arafat


মুফতি ইয়াসিন আরাফাত:
মুফতি ইয়াসিন আরাফাত বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামিক স্কলার। তিনি একাধারে বক্তা, লেখক, গবেষক, শিক্ষক, পরামর্শক, প্রিন্সিপাল, খতিব, ইসলামি আইন, ইসলামি ব্যাংকিং ও ইসলামিক ফিনটেকে বিশেষজ্ঞ।

শিক্ষা জীবন: মুফতি সাহেব ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমিক শিক্ষা "বাড়াইল ইসলামিক একাডেমি" প্রথমিক বিদ্যালয় থেকে গ্রহণ করেছে। প্রথমিক শিক্ষা সম্পন্ন করে কওমি মাদ্রাসায় ভর্তি হোন। "মাদ্রাসাতুল মাদীনা" থোল্লাকান্দিতে মাধ্যমিক শিক্ষা (মীযান জামাত থেকে কাফিয়া) গ্রহণ করেন। পাশাপাশি একই সময় আলিয়া শিক্ষাও সম্পন্ন করেন। ২০১৫ সালে সলিমগঞ্জ আব্দুল ওয়াহাব দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।

নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা থানার হাসনাবাদ এলাকার "দক্ষিণ মির্জানগর মাদ্রাসায়" শরহ বেকেয়া (উচ্চ মাধ্যমিক) জামাত পড়েন। সেখান থেকে শরহ বেকায়া ও জালালাইন পড়ার পর তখনকার ঢাকার সর্ববৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া আরাবিয়া ইমদ্দুল উলুম ফরিদাবাদ মাদ্রাসায়' মিশকাত জামাতে ভর্তি হোন। পাশাপাশি একই সময়ে তিনি বিখ্যাত "মাদ্রাসাই আলিয়া ঢাকা"তে আলিম পড়েন।
ads

ফরিদাবাদ থেকে দাওরা হাদীস পরিক্ষায় ফার্স্ট ক্লাস (লেটার মার্ক) পেয়ে সফলতার সাথে উত্তীর্ণ হন। ২০১৮ সালে আলিম পরিক্ষা সম্পন্ন করে প্রাচ্যের অক্সফোর্ড "ঢাকা বিশ্ববিদ্যালয়"-এর আরবী বিভাগে ভর্তি হয়েছেন। ২০২১ সালে ঢাকা আলিয়া থেকে ফার্স্ট ক্লাস পেয়ে ফাযিল পরিক্ষা সম্পন্ন করে।

২০১৮ সালে "জামিয়া ইদ্রিসিয়া তাখাসসুস একাডেমি ঢাকা" থেকে ১বছরের ইফতা কোর্স সম্পন্ন করেন। সেখানেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন।

বর্তমানে তিনি ২০০+ দেশি বিদেশি কোর্সে অংশপগ্রহণ করে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি:
১. Certified Shariah Advisor and Auditor (AAOIFI, UAE)
২. Diploma in Islamic FinTech (TAIF, UK)
৩. Advance Diploma in Islamic banking and FinTech (Geneva School, Switzerland)
৪. Diploma in Computer Science and Application (BOU, BD)
৫. Digital Marketing (LEDP, ICT Ministry, BD)
৬. Digital Marketing (Google Certified)
৭. Graphic Design (Udemy, Coursera, Edx)
৮. Video Editing (Udemy, Coursera, Edx)
৯. Google IT Support (Edx)
১০. পান্ডুলিপি সম্পাদনা
১.১. স্পোকেন কোর্স (সাইফুর্স)
১২. ফ্রি হেন্ড রাইটিং কোর্স (সাইফুর্স)
এমন দেশি-বিদেশি অসংখ্য কোর্সে যুক্ত হয়ে তিনি সফলতার সাথে কৃতকার্য হয়েছে।

কর্মজীবন: মুফতি সাহেব পড়ালেখার পাশাপাশি অসংখ্য কাজে জড়িত হয়েছেন। কিছু সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেবা দিয়ে যাচ্ছেন।
১. তিনি সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ২০১৮ সাল থেকে সফলতার খতিব হিসেবে দায়িত পালন করে আসছেন।
২. সলিমগঞ্জ তালিমুস সুন্নাহ মহিলা মাদ্রাসার সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছেন।।
৩. ব্রেইনারি ডিজিতাল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব আদায় করছেন।
৪. বিডি ক্রাউড লিমিটেড এর শরিয়াহ বোর্ডের সেক্রেটারি হিসেবে কাজ করছেন।।
৫. ইসলামিক ফাইন্যান্স রিসার্চ কাউন্সিল-এর সম্মানিত সেক্রেটারি।
৬. ৩টি PHD গবেষণা অভিসন্দর্ভের সহযোগী গবেষক।
৭. অসংখ্য বইয়ের প্রচ্ছদ ডিজাইন করেছেন।
৮. দারসুন পাবলিকেশন-এ এডিটর ও প্রুফ রিডার হিসেবে কাজ করেছেন।
৯. ৫+ কোম্পানির গ্রাফিক ডিজাইনার ও আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।
১০. ৩টি ভেরিফাইড ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন।
১১. ব্রেইনারি লিমিটেড-এর হেড অফ বিজনেস ডেভালপমেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করছেন।
১২. ডিজিটাল ক্যাপ্টিভেটিং-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

এইভাবে বিভিন্ন কাজের মাধ্যমে তিনি তার সময় মানুষের ও সমাজের কল্যাণে ব্যয় করছেন।