ব্যাংকের উদ্দেশ্য

ব্যাংকের উদ্দেশ্য

ব্যাংকের উদ্দেশ্য:

ব্যাংক একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। অন্যান্য কারবার হতে ব্যাংকিং কিছুটা ভিন্ন প্রকৃতির। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যসমূহকে দু’ভাগে ভাগ করা যায়। যেমন: 

ক. প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্য;

খ. সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য।

 

ক. প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন: একটি দেশে বিভিন্ন ধরনের ব্যাংক থাকে। যেমন- কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক ইত্যাদি। এদের সামাজিক উদ্দেশ্য সামঞ্জস্যপূর্ণ হলেও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের ভিন্নতা লক্ষণীয়। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য সকল ব্যাংকের প্রধান এবং প্রত্যক্ষ উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জন। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রত্যক্ষ উদ্দেশ্য হলো সরকার জনগণ তথা দেশের আর্থিক কল্যাণে বিভিন্ন প্রকার ব্যাংকিং সেবাদান। অবশ্য পরোক্ষ উদ্দেশ্য হিসেবে অন্যান্য ব্যাংকসমূহও জনগণের সেবা করে। কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি প্রধান লক্ষ্য হলো, বিনিময় মাধ্যম হিসেবে নোট ও মুদ্রার প্রচলন এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে প্রচার করা। দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও বিভিন্ন প্রকার সহজ বিনিময় মাধ্যমের বহুল ব্যবহার দ্বারা মুদ্রার সর্বাধিক উপযোগ সৃষ্টি, দেশীয় আর্থিক খাতের বিকাশ সাধন, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও আর্থিক যোগাযোগ রক্ষা করা ইত্যাদি ব্যাংকের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য।

খ. সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্য: ব্যাংক মুনাফা আহরণের মাধ্যমে নিজস্ব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের সাথে সাথে সামাজিক ও অর্থনৈতিক উদ্দেশ্যও পূরণ করে থাকে। ব্যাংক জনগণের সঞ্চয় আমানত হিসেবে সংগ্রহ করে নিরাপদে সংরক্ষণ করে আমানতের জিম্মাদারের দায়িত্ব পালন করে এবং আমানতকারীদের নির্দিষ্ট হারে মুনাফা প্রদান করে থাকে। সমাজের সর্বস্তরের জনগণের বড় ও ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে মূলধন গঠনে অগ্রণী ভূমিকা রাখে। ব্যাংকে সংগৃহীত মূলধন বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করে দেশকে শিল্পায়নে সাহায্য করে থাকে এবং দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়-বাণিজ্যে ঋণ দানসহ বিভিন্ন সেবামূলক কার্যসম্পাদন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে দেশের ব্যাংকসমূহ ঋণ ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে সাহায্য করে থাকে। অর্থনৈতিক লেনদেন ক্ষেত্রে এটা সরকার ও গ্রাহকদের প্রতিনিধি ও উপদেষ্টার ভূমিকা পালন করে। বিভিন্ন খাতে সক্রিয় ভূমিকা গ্রহণের মাধ্যমে ব্যাংকসমূহ দেশের সার্বিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে।


লেখক: মুফতি ইয়াসিন আরাফত (CSAA)

সেক্রেটারি, ইসলামিক ফাইন্যান্স রিসার্চ কান্সিল

শরিয়াহ সেক্রেটারি, বিডি ক্রাউড লিমিটেড

প্রিন্সিপাল, ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসা

হেড অব বিজনেস, ব্রেইন্রি লিমিটেড

Previous Post Next Post

Ads