ফিনটেক বই রিভিউ

ফিনটেক বই রিভিউ

সুদূর অতীত থেকে মানুষ বিভিন্ন সংকটের সম্মুখীন হয়ে আসছে, আঁধার গ্রাস করেছে তার চলার পথকে, তবু মানুষের অগ্রযাত্রা কখনো থেমে থাকেনি। যুগে যুগে বিভিন্ন সমস্যা ও সংকট উত্তরণ করে মানুষের চলার পথকে মসৃণ করেছে প্রযুক্তি। প্রযুক্তির কল্যাণেই মানুষ প্রাচীনকালের গুহামানব থেকে আধুনিককালের সুসভ্য মানবে পরিণত হয়েছে।

প্রযুক্তির ছোঁয়ায় বিভিন্ন সেক্টর ঋদ্ধ হয়েছে। ফিন্যান্সিয়াল সেক্টরও সমৃদ্ধ হয়েছে বিভিন্ন ফিন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক-এর সহযোগিতায়। প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফিন্যান্সিয়াল টেকনোলজিও এর ব্যতিক্রম নয়। তাই একথা বলার অপেক্ষা রাখে না যে, যিনি ফিন্যান্সিয়াল টেকনোলজি বা ফিনটেক-এর সাথে যত বেশি আপডেট থাকবেন, তিনি এ সেক্টরে তত ভালো করবেন; আর যার ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটবে, তিনি পিছিয়ে পড়বেন। সুতরাং ফিন্যান্সিয়াল সেক্টরে সমৃদ্ধ ক্যারিয়ার গড়তে ও সাফল্য পেতে ফিনটেক সম্পর্কে জানার বিকল্প নেই।
বাংলা ভাষায় ফিনটেক সম্পর্কিত লেখালেখি বা টেক্সট অনেক বিরল।
বইটির লেখক আমাদের প্রিয় লেখক জাহিদুজ্জামান । নিচে তার লেখা ফিনটেক বইটির সূচিপত্রটি দেওয়া হয়েছে।

সূচিপত্র:
১. ফিনটেক
২. ফিন্যান্সিয়াল উন্নয়নের ইতিহাস
৩. তথ্য সুরক্ষা এবং ফিনটেক
৪. সম্পদ ব্যবস্থাপনা
৫. ব্লকচেইন ও ক্রিপটোকারেন্সি
৬. বিগডাটা ও স্কোরিং
৭. Payment and ABCD of Alternative Finance
৮. পেমেন্ট ও ডিপোজিট
৯. ফিনটেক এবং লেন্ডিং
১০. ক্রাউডফান্ডিং
১১. ইন্সুরটেক বা ফিনটেকে ইন্সুরেন্স
১২. জিডিপিআর, পিএসডি২ এবং অন্যান্য


ফিনটেক বইটি অর্ডার করতে এই লিংকে ক্লিক করেন:
"ফিনটেক" বইটি রকমারিতে অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন
"ফিনটেক" বইটি প্রিয়শপে অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন
"ফিনটেক" বইটি বইবাজারে অর্ডার করতে এই লিংকে ক্লিক করুন
Previous Post Next Post

Ads