বাংলাদেশে মুদারাবা আমানতকারীদের মুনাফা বণ্টন

বাংলাদেশে মুদারাবা আমানতকারীদের মুনাফা বণ্টন

 বাংলাদেশে মুদারাবা আমানতকারীদের মুনাফা বণ্টন

বাংলাদেশে মুদারাবা আমানতকারীদের মুনাফা বণ্টন

মুদারাবা আমানতকারীরা মূলত ইসলামী ব্যাংকের সরাসরি বিনিয়োগকারী। তাদের বিনিয়োগের বিপরীতে যথাযথ মুনাফা প্রাপ্তির জন্য একটি স্ট্যান্ডার্ড কাঠামো দরকার। কেননা আল-কুরআন ও আল-হাদীসে প্রত্যেকের ন্যায্য অধিকার, মুনাফা ও সুযোগ-সুবিধা প্রদান করার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা রয়েছে। যেমন, 

 وَیۡلٌ لِّلۡمُطَفِّفِیۡنَ ۙ﴿۱﴾ الَّذِیۡنَ اِذَا اکۡتَالُوۡا عَلَی النَّاسِ یَسۡتَوۡفُوۡنَ ۫﴿ۖ۲﴾ وَ اِذَا کَالُوۡهُمۡ اَوۡ وَّزَنُوۡهُمۡ یُخۡسِرُوۡنَ ﴿ؕ۳﴾ 

ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, আর যখন তাদেরকে মেপে দেয় তথবা ওজন করে দেয়, তখন কম দেয়। 

الرِّبْحُ عَلَى مَا اشْتَرَطَا عَلَيْهِ، وَالْوَضِيعَةُ عَلَى رَأْسِ الْمَالِ

মুনাফা চুক্তিকারীদ্বয়ের শর্ত আনুপাতে হবে, ক্ষয়-ক্ষতি মূলধনের উপর বর্তাবে। 

এ আয়াত ও হাদিসের নির্দেশনা, কারো কাছ থেকে যে পরিমাণ স¤পদ নেওয়া হবে তাকে সে পরিমাণ ফেরত দিতে হবে। পাশাপাশি ন্যায্যতা প্রতিষ্ঠায় গৃহিত স¤পদ (আমানত) থেকে অর্জিত মুনাফা পূর্ব নির্ধারিত চুক্তির হার অনুযায়ী বণ্টন করা বাধ্যতামূলক। সে বিবেচনায় মুনাফা বন্টনের দুটি কাঠামো প্রণয়ন করা হয়েছে যা অবশ্যই স্বচ্ছ, অনুধাবনযোগ্য এবং সকল প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে হওয়া দরকার। এ প্রয়োজনের তাগিদেই ইসলামী ব্যাংকিং পদ্ধতিতে মুদারাবা ডিপোজিটরদের মাঝে মুনাফা বণ্টনের নি¤œ বর্ণিত পদ্ধতি বিদ্যমান।

১. ওয়েটেজ পদ্ধতি (Weightage Based Framework);

২. আইএসআর (Income Sharing Ratio) পদ্ধতি।


Previous Post Next Post

Ads