জাহিদুজ্জামান জাহিদ

জাহিদুজ্জামান জাহিদ


জন্ম ১৯৮৪ সালে বাগেরহাটের শরনখোলায়। বাবা- মরহুম আবদুস সামাদ হাওলাদার, মা- ফিরোজা সামসুন্নাহার। ৯ ভাই-বোনের মধ্যে অবস্থান ৭ম।

শিক্ষাজীবন: সার্টিফাইড শরিয়াহ্ এডভাইজর এন্ড অডিটর (সিএসএএ), সার্টিফাইড ফিনটেক প্রফেশনাল, পিএইচ.ডি গবেষক। ফেলোশিপ প্রোগ্রাম এএওফি এর সিআইপিএ এবং আইসিজিএবি-তে সিজিএ (স্ট্র্যাটেজিক লেভেল) অধ্যয়নরত। ফিনটেক, ব্লকচেইন টেকনোলোজি,ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স, স্টার্টআপ এনালিটিক্স, ক্রিপটোকারেন্সি, ফাইন্যান্সিয়াল ট্রান্সফরমেশন, ক্রাউডফান্ডিং ইত্যাদি বিষয়ে বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেশন ও ফেলোশিপ কোর্স সম্পন্ন। আরবি সাহিত্যে অনার্স ও মাস্টার্স, ঢাকা বিশ^বিদ্যালয়; ফিন্যান্স ও এইচআরএম এ এমবিএ এবং এলএল.বি সম্পন্ন।

কর্মজীবন: সোনালী ব্যাংক লিমিটেড-এর ইসলামি ব্যাংকিং ডিভিশনে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এবং বিডি ক্রাউডফান্ডিং লিমিটেড-এ অনারারি ফিনটেক কাউন্সিলর। সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স একাডেমি, বিটিআরআই, বিটিসি একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ইন্সুরেন্স, ফিনটেক, ব্লকচেইন, ক্রিপটোকারেন্সি, ক্রাউডফান্ডিং, ইনকাম ট্যাক্স ইত্যাদি বিষয়ে প্রশিক্ষক।
ব্যক্তিগত জীবনে জনাব জাহিদুজ্জামান বিবাহিত এবং ১ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানের জনক।