আল ওয়াদিয়া চলতি হিসাবের মুনাফা বণ্টননীতি

আল ওয়াদিয়া চলতি হিসাবের মুনাফা বণ্টননীতি

 আল ওয়াদিয়া চলতি হিসাবের মুনাফা বণ্টননীতি


আল-ওয়াদি’আহ্ চুক্তির শরয়ী নীতিমালা অনুযায়ী চলতি হিসাবে সঞ্চিত অর্থ গ্রাহক থেকে দায় (খরধনরষরঃু) হিসেবে গৃহীত। শরিয়তের সাধারণ নীতি হলো, এ ধরণের ঋণ বা দায় (Liability)- এর বিপরীতে কোনো প্রকার সুবিধা বা মুনাফা প্রদান করা যাবে না। ফিকহের অন্যতম একটি সূত্র হলো, كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا فَهُوَ رِبَا “যে ঋণ কোনো সুবিধা নিয়ে আসে তা সুদ”।  অতএব চলতি হিসাবের ওপর কোনো মুনাফা দেয়া-নেয়া সুদ হিসেবে গণ্য হয় বিধায় ইসলামী ব্যাংকগুলো চলতি হিসাবের বিপরীতে কোনো প্রকার মুনাফা প্রদান করে না। অথচ কনভেনশনাল ব্যাংক বিশেষ চলতি হিসাবের বিপরীতে সুদ প্রদান করে থাকে।

Previous Post Next Post

Ads