ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার

ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার


‘ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার : শরী‘আহ্ আইন ও প্রচলিত আইনের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ’ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামী শরী‘আহ্ ব্যভিচারজাত সন্তান উৎপাদনের সব পথ-প্রক্রিয়া সমূলে বন্ধ করা সত্তে¡ও যদি কোনো কারণে এমন সন্তানের জন্ম হয়, তখন তার জন্য ইসলামী শরী‘আহ্ বিধান প্রদান করেছে। এ কথা সুবিদিত যে, যিনা (ব্যভিচার) প্রসঙ্গে এত বিধি-নিষেধ থাকার পরেও বিশ্বব্যাপী জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মধ্যে এ অপরাধ প্রবণতাটি অনাকাক্সিক্ষতভাবে লক্ষণীয়। এহেন রিস্থিতিতে আমাদের সমাজব্যবস্থায় তিনটি অবস্থার সৃষ্টি হচ্ছে, প্রথমত, অবৈধ গর্ভধারণ হলে অধিকাংশ ক্ষেত্রে যে-কোনো মূল্যে গর্ভপাত করিয়ে দেয়া হচ্ছে, যা সংশ্লিষ্ট নারীর জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাছাড়া তার গর্ভস্থ ভ্রণ হত্যা সুস্পষ্ট মানবহত্যার শামিল। দ্বিতীয়ত, ব্যভিচারের ফলে সন্তান জন্ম লাভের পর নবজাকতককে গোপনে অমানবিকভাবে মাঠে, রাস্তায়, ডাস্টবিনে ফেলে দেয়া হচ্ছে, যেটা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। তৃতীয়ত, অধিকাংশ ক্ষেত্রে যে সকল নি¤œবিত্ত ব্যভিচারিণী শিশুর প্রতি ভালোবাসার কারণে তাকে বাঁচিয়ে রাখছে, এ শিশুও সমাজে নিগৃহীত ও বঞ্চিত হচ্ছে। অথচ ব্যভিচারজাত সন্তানেরও মৌলিক মানবাধিকারগুলো প্রাপ্য। এ প্রবন্ধে ব্যভিচারজাত সন্তানের পরিচিতি, এমন সন্তান জন্মরোধকল্পে ইসলামের মৌলিক দিক-নির্দেশনা, ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকারের বিভিন্ন দিক দলীলসহ উপস্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে ইসলামের প্রথম যুগে নবগঠিত মদীনা মুনাওয়ারাহ্ রাষ্ট্রের কেন্দ্রীয় আদালতে উত্থাপিত ব্যভিচার-সংক্রান্ত মোকদ্দমাসমূহের রায়ের আলোকে ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ও অধিকার সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রামাণ্য আলোচনা করা হয়েছে। ব্যভিচারজাত সন্তানের জীবনের নিরাপত্তা ব্যবস্থাপনায় গর্ভস্থ সন্তানের ভ্রƒণ সুরক্ষা, জন্মলাভ, দুগ্ধপান করানো, লালন-পালন করা, অভিভাবকত্ব, বিবাহ প্রদান, সাক্ষ্য গ্রহণ এবং ব্যভিচারজাত সন্তানের ইমামতি করার বিধানসহ অন্যান্য বিধানসমূহ আলোচনা করা হয়েছে। পাশাপাশি ব্যভিচারজাত সন্তানের উত্তরাধিকার সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান ইসলামী শরী‘আহ্্ আইন, অন্যান্য ধর্মের উত্তরাধিকার আইন ও প্রচলিত উত্তরাধিকার আইনের আলোকে বিশ্লেষণধর্মী তুলনামূলক আলোচনা উপস্থাপন করা হবে।
Previous Post Next Post

Ads