ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ১৯৮৩ সালে ‘সাদাকাহ তহবিল’ নামে একটি দাতব্য ফান্ড গঠন করে। ধীরে ধীরে এ ফান্ডের কাজ বাড়তে থাকে এবং ১৯৯১ সালে এই ফান্ডের নাম পরিবর্তন করে ‘ইসলামী ব্যাংক ফাউন্ডেশন’ রাখা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আর্তমানবতার সেবা, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের কল্যাণের লক্ষ্যে সামাজিক উনয়ন্ন ও সংস্কারে অবদান রাখছে। দারিদ্র্য, বেকারত্ব, নিরক্ষরতা, ভিক্ষাবৃত্তি, অপুষ্টি, কুসংস্কার, সন্ত্রাস, সামাজিক অস্থিরতা ইত্যাদি সমস্যায় বাংলাদেশ বিশেষভাবে জর্জরিত। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেশের দুস্থ, অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং বেকার জনগোষ্ঠীকে কর্মক্ষম ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। নিম্নে বাংলাদেশের সামাজিক উনড়বয়নে এ ফাউন্ডেশনের অবদান তুলে ধরা হল :

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

১. স্বাস্থ্য সেবা: ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেশের আপামর জনসাধারণকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে ইসলামী ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। ইতোমধ্যে ঢাকায় ২টি, রাজশাহীতে ২টি, বরিশালে ১টি এবং খুলনাতে ১টিসহ সর্বমোট ৬টি হাসপাতালের মাধ্যমে ফাউন্ডেশন দেশের আপামর জনসাধারণকে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে। ২০১২ সালে এসব হাসপাতাল থেকে ৬৫,৩৭২ জন রোগী বিনামূলে চিকিৎসা সেবা গ্রহণ করেছে।১ স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফাউন্ডেশন স্থানীয় উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে ৭টি জেলা শহরে কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। এসকল কমিউনিটি হাসপাতাল থেকে ৮,৬৫৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছে। এছাড়া ব্যাংক ১১৪টি দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে গরীব ও অসহায় রোগীদেরকে নামমাত্র ফি’তে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করে আসছে।

২. স্বাস্থ্যশিক্ষা সেবা: কম খরচে দক্ষ চিকিৎসক তৈরীর মহান লক্ষ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. রাজশাহীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছে। পেশাদার নার্স তৈরীর লক্ষ্যে ব্যাংক রাজশাহীতে একটি নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছে। এছাড়া স্বাস্থ্য শিক্ষার অংশ হিসেবে ব্যাংক একই শহরে একটি ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠা করেছে এবং দক্ষ ও প্রশিক্ষিত ধাত্রী তৈরির মহৎ লক্ষ্যকে সামনে রেখে হাসপাতাল ও কমিউনিটি হাসপাতালসমূহের মাধ্যমে ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে আসছে।

৩. সাধারণ শিক্ষা সেবা: শিক্ষার্থীর তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা বাংলাদেশের একটি গুরুতর সামাজিক সমস্যা। জাতীয় চাহিদার প্রতি লক্ষ্য রেখে স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ইতোমধ্যে বেশ কয়েকটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষায় অবদান রেখেছে। ব্যাংকের প্রতিষ্ঠিত সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল ঢাকার মিরপুরে অবস্থিত ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ইসলামী ব্যাংক মডেল স্কুল এন্ড কলেজ ও ইসলামী ব্যাংক মহিলা মাদরাসা।

৪. প্রযুক্তি শিক্ষা সেবা: সামাজিক উনড়বয়নে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এ দিকটির প্রতি লক্ষ্য রেখে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ইসলামী ব্যাংক ইন্সটিটিউট অব টেকনোলজি। ঢাকার ফার্মগেট ও সাভার, চট্টগ্রাম, বগুড়া, খুলনা এবং সিলেট শহরে ৬টি ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে ফাউন্ডেশন। এসব ইন্সটিটিউটে প্রশিক্ষিত জনশক্তি দæ্র ত কর্মসংস্থানের মাধ্যমে দেশের আথর্- সামাজিক উনড়বয়নে অবদান রাখছে। ২০১২ সালে এ প্রতিষ্ঠানসমূহ থেকে ২,০৬৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে।

৫. শিক্ষাবৃত্তি সেবা: শিক্ষা সেবার আওতায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশন দেশের সরকারী ও বেসরকারী কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ও বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় এবং মাদরাসার বিভিনড়ব বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। এছাড়া উচ্চতর পর্যায়ে যেমন- বি.বি.এ, এম.বি.এ, এম.এস.এস, এম.ফিল, পিএইচ.ডি., বার-এট-ল ইত্যাদি পর্যায়ে অধ্যয়নরত ও গবেষণারত শিক্ষার্থীদের মাসিক/এককালীন বিশেষ শিক্ষাবৃত্তিও প্রদান করে থাকে। ২০১২ সালে ৮জন পিএইচ.ডি. ধারী ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি গ্রহণ করেছেন।

৬. দুস্থ মহিলা পুনর্বাসন সেবা: দেশের দুস্থ ও অসহায় মহিলাদের বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্তা, এতিম ও অসহায় মহিলাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে ব্যাংক সামাজিক উনড়বয়নে অবদান রাখছে। সুবিধাবঞ্চিত মহিলাদেরকে সেলাই ও ফাস্টফুড তৈরীর প্রশিক্ষণ প্রদান করার জন্য ব্যাংকের রয়েছে একটি ‘মহিলা পুনর্বাসন কেন্দ্র’। এখানে ইসলামের মৌলিক শিক্ষা প্রদান করাসহ প্রাথমিক শিক্ষাদান এবং টেইলারিং, সেলাই, কাটিং, এমব্রয়ডারি, প্রিন্টিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

৭. বস্ত্র সেবা: মানসম্মত ও রুচিশীল পোশাক তৈরী ও সরবারহ করার জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে ‘মনোরম-ইসলামী ব্যাংক μাফটস এন্ড ফ্যাশন’। ঢাকার মগবাজার ও বসুন্ধরা সিটিতে এর দু’টি বিপণন কেন্দ্র রয়েছে। এর মাধ্যমে ব্যাংক সুবিধাবঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। ইসলামী ব্যাংক মহিলা পুনর্বাসন কেন্দ্রের দুস্থ মহিলাদের উৎপাদিত পোশাক সামগ্রী মনোরম এর মাধ্যমে বিμয় করে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করা হচ্ছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এ প্রকল্পের মাধ্যমে সর্বমোট ৩,৭৪৬ জনের কর্মসংস্থানের সুব্যবস্থা হয়েছে।

৮. সাংস্কৃতিক সেবা: সংস্কৃতির পরিচর্যা সামাজিক উনড়বয়নের অন্যতম একটি কর্মসূচি। দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন বিশেষ অবদান রাখছে। ১৯৭৭ সালে ‘বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র’ নামে ঢাকাতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর মাধ্যমে বিভিনড়ব জাতীয় দিবস উদ্যাপন ও বিভিনড়ব বিষয়ে জনসচেতনতা তৈরীর ব্যবস্থা করা হয়। বর্তমানে এর সর্বমোট ৩২টি শাখা রয়েছে।

Previous Post Next Post

Ads