Bank শব্দের উৎপত্তি

Bank শব্দের উৎপত্তি

 

Meaning of Bank

ব্যাংক একটি ইংরেজি শব্দ। শাব্দিকভাবে এটি জলাশয়, হ্রদ, তটরেখা, কিনারা, নদীর তীর, জমির আইল, লম্বাটুল, কোষাগার, কোনো বস্তুর স্তুপ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।  বিশ্বব্যাপী ব্যাংক একটি অর্থনৈতিক পরিভাষা হিসেবে পরিচিতি লাভ করেছে। এটি বিদেশি শব্দ হিসেবে বাংলা ভাষায় একই উচ্চারণে ব্যবহৃত হচ্ছে। ব্যাংক (ইধহশ) শব্দের উৎপত্তি নিয়ে অর্থনৈতিক ইতিহাসবেত্তা, গবেষক ও চিন্তাবিদগণের মতপার্থক্য রয়েছে। নিম্নে তা বর্ণনা করা হলো:

১. ইউরোপিয়ান ভাষায় ব্যবহৃত 'Bank' শব্দটি ইটালিয়ান শব্দ 'Banco' থেকে উৎপন্ন, যার অর্থ Bence বা টুল অথবা কাউন্টার। গবেষকদের মতে, প্রাচীনকালে ইতালির লোম্বার্ডিতে (Lombardy) বসবাসরত ইয়াহুদী ব্যবসায়ীরা টুল বা বেঞ্চিতে বসে মুদ্রা বিনিময়, অর্থ লেনদেন ও ঋণের ব্যবসা করতো।  পরবর্তীতে সম্প্রসারিত ব্যাংকিং কার্যাবলি­ যেহেতু সেই বেঞ্চির ব্যবসারই সংস্কৃতরূপ, তাই 'Bence' থেকে 'Bank' শব্দটি এসেছে বলে ধারণা করা হয়;

২. 'Bank' শব্দটি জার্মান 'Back' শব্দ থেকে এসেছে যার অর্থ হলো A joint stock fund  বা যৌথ মূলধনী তহবিল।  দ্বাদশ শতাব্দীর মাঝামাঝিতে জার্মানি তার শক্তি প্রদর্শনেচ্ছায় মরিয়া হয়ে উঠে। ফলে ইতালির অধিকাংশ ভ‚খণ্ড জার্মানি কর্তৃক অধিকৃত হয়। এর ফলে সৃষ্ট প্রভাবের কারণে বলা যায় যে, জার্মান শব্দ 'Back' ইতালিয়ান 'Banco' শব্দে রুপান্তর হয়। সুতরাং ইতালিয়ান, 'Banco' 'Bangk', 'Banque', 'Bancus' প্রভৃতি শব্দের বিবর্তন হলো বর্তমান 'Bank';

৩. প্রাচীনকালে ইউরোপিয়ান ও স্ক্যান্ডিনোভিয়ান রাষ্ট্রসমূহের ব্যবসায়িরা লম্বা টুল বা বেঞ্চের উপর বসে টাকা-পয়সার লেনদেন ও ঋণের ব্যবসা করতো। এই লম্বা টুলকে Bank বলা হতো। ফরাসি বা ওলন্দাজ শব্দদ্বয় Bangk ও Bank একই অর্থ প্রকাশ করতো;

৪. বিভিন্ন সাহিত্যেও 'Bank' শব্দটির উৎপত্তি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য পাওয়া যায়। প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক Banbridge-এর সাহিত্যে দেখা যায়, তিনি ভেনিসের মহাজন এবং স্বর্ণকার শ্রেণী যারা অর্থ বেচাকেনার কারবার করতো তাদেরকে Monte বলে উল্লেখ করেছেন। কারণ Monte এবং Bank শব্দ দু’টি গোটা ইউরোপের প্রায় সব দেশেই সমার্থে ব্যবহৃত হতো।

উল্লেখিত সকল মতামতের ভিত্তিতে বলা যায় যে, Bank শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তবে, জার্মান শব্দ 'Banke' ইতালিয়ান শব্দ 'Banco' 'Bangk', 'Banque', 'Bancus', 'Monte' ইত্যাদি শব্দের সাথে ইধহশ শব্দটির যথেষ্ট সম্পর্ক রয়েছে এবং এ সকল শব্দ থেকেই বিবর্তনের মাধ্যমে আজকের ব্যাংক শব্দটির উৎপত্তি হওয়ার সম্ভবনা প্রবল।


Previous Post Next Post

Ads