About Us
MrJazsohanisharma

About Us

আসসালামু আলাইকুম!

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে,
اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম।

আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থনৈতিক কার্যক্রম জড়িত থাকে। সকাল থেকে সন্ধ্যা সর্বদাই আর্থিক লেনদেন হয়ে থাকে। কিন্তু বর্তমানে আমাদের চারপাশেই সুদের ছড়াছড়ি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুদী কারবার থেকে মুক্ত থাকার আদেশ দিয়েছে।
তাই ইসলামীক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নাই। তাই ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক অর্থনীতির বাস্তবায়ন একান্ত কর্তব্য।
ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থনীতির সুবিধার্থে আমাদেরকে অনেক বেশি চিন্তাশীল হতে হবে। বর্তমান সময় ৪র্থ শিল্প বিপ্লবের যুগ। প্রতিটি সেক্টরই উন্নত হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত ব্যাংকিং অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও প্রযুক্তি বান্ধব হয়েছে। তাই ইসলামি ব্যাংকিং ও অর্থনীতিকেও প্রযুক্তি বান্ধব ও নির্ভর হতে হবে। অন্যথায় আমরা ইসলামি ব্যাংকিংকে টেকনোলজির সাথে সংযোগ স্থাপন করার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারব না।

এই চেতনা ও সদিচ্ছা থেকেই আমাদের "ইসলামিক ফিনটেক ও ইসলামিক ব্যাংকিং" বিষয়ক ব্লগ শুরু করা। এই ব্লগে আমরা ইসলামি ব্যাংকিং নিয়ে অনেক বেশি লেখালেখি ও কাজ করব। ইনশাআল্লাহ।

সুপ্রিয় সুধি ! আল্লাহ তাআলা বলেছন :

وَمَنْ أَحْسَنُ قَوْلا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ 
অর্থ:সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে,যে মানুষকে আল্লাহর দিকে(আল্লাহর পথে ডাকে, সৎ কাজ করে,এবং বলে আমি মুসলমান। ( সূরা হা- মিম সিসদাহ: ৩৩)
ইসলামি ব্যাংকিং ও অর্থনীতি জানা ও সবার কাছে পৌছে দেওরার লক্ষে আমাদের এই প্রয়াস । তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন ও আমাদের সকল পোস্ট ও ভিডিওগুলো আপনার বন্ধু,আত্মীয়,পরিবারের সকলের কাছে পৌছে দিন ।

আমাদের কার্যক্রম সমূহ

ওয়েব পোর্টাল:
ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক ফাইন্যান্স/অর্থনীতি এবং ইসলামিক ফিনটেক জানার জন্য এই ওয়েব পোর্টাল : 

এখানে আপনারা ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক ফিনটেক বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন । আমরা অতি দ্রুত সেগুলোর উত্তর প্রদানের চেষ্টা করব ইন শা আল্লাহ । তাছাড়াও আমরা এই সাইটে বিভিন্ন বিষয়ের প্রবন্ধ পড়তে পারবেন ।

ইউটিউব প্লাটফর্ম
আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে আপনাদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে বিশদ আলোচনা করা হয় । তাছাড়াও ইসলামিক ব্যাংকিং, ইসলামিক অর্থনীতি ও ইসলামিক ফিনটেকসহ কুরআন-হাদিস এর ব্যাখ্যা করা হয় । বিভিন্ন প্রফেসর ও ইসলামিক স্কলারদের সাথে লাইভ প্রোগ্রাম করা হয় । সেগুলো থেকে আপনারা ইসলামকে সঠিক ও যথাযথ ভাবে জানতে পারবেন ইন শা আল্লাহ । তাই আমাদের চ্যানেল গুলোতে সাবস্ক্রাইব করে রাখুন ।
ফেসবুক প্লাটফর্ম
আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের সকল ভিডিও,লাইভ,প্রশ্নোত্তর,প্রবন্ধ দেখতে ও পড়তে পারবেন ইন শা আল্লাহ । তাই আমাদের পেজে লাইক দিয়ে, সাথেই থাকুন ।

ই-মেইল
আপনাদের প্রশ্নগুলো আমাদের এই মেইলে পাঠাবেন; আমরা অতি দ্রুত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইন শা আল্লাহ ৷
ফোন আলাপ
আপনারা যেকোন প্রশ্নের জন্য আমাদের নাম্বারে কল করে জানতে পারবেন ৷ যে কোন বিষয়ে পরামর্শের জন্যও যোগাযোগ করতে পারেন ৷
01864703512
প্রিয় সুধি ! আমরা আমাদের সেবার খাত প্রসারিত করতে চেষ্টা করছি। অচিরেই আরো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন ৷