আসসালামু আলাইকুম!
اَلۡیَوۡمَ اَکۡمَلۡتُ لَکُمۡ دِیۡنَکُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡکُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَکُمُ الۡاِسۡلَامَ دِیۡنًاআজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম।
আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থনৈতিক কার্যক্রম জড়িত থাকে। সকাল থেকে সন্ধ্যা সর্বদাই আর্থিক লেনদেন হয়ে থাকে। কিন্তু বর্তমানে আমাদের চারপাশেই সুদের ছড়াছড়ি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুদী কারবার থেকে মুক্ত থাকার আদেশ দিয়েছে।
তাই ইসলামীক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নাই। তাই ইসলামিক ব্যাংকিং ও ইসলামিক অর্থনীতির বাস্তবায়ন একান্ত কর্তব্য।
ইসলামি ব্যাংকিং ও ইসলামি অর্থনীতির সুবিধার্থে আমাদেরকে অনেক বেশি চিন্তাশীল হতে হবে। বর্তমান সময় ৪র্থ শিল্প বিপ্লবের যুগ। প্রতিটি সেক্টরই উন্নত হচ্ছে এবং প্রযুক্তি নির্ভর হচ্ছে। কনভেনশনাল ব্যাংকিং বা প্রচলিত ব্যাংকিং অনেক বেশি প্রযুক্তি নির্ভর ও প্রযুক্তি বান্ধব হয়েছে। তাই ইসলামি ব্যাংকিং ও অর্থনীতিকেও প্রযুক্তি বান্ধব ও নির্ভর হতে হবে। অন্যথায় আমরা ইসলামি ব্যাংকিংকে টেকনোলজির সাথে সংযোগ স্থাপন করার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারব না।
এই চেতনা ও সদিচ্ছা থেকেই আমাদের "ইসলামিক ফিনটেক ও ইসলামিক ব্যাংকিং" বিষয়ক ব্লগ শুরু করা। এই ব্লগে আমরা ইসলামি ব্যাংকিং নিয়ে অনেক বেশি লেখালেখি ও কাজ করব। ইনশাআল্লাহ।
وَمَنْ أَحْسَنُ قَوْلا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
অর্থ:সেই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে,যে মানুষকে আল্লাহর দিকে(আল্লাহর পথে ডাকে, সৎ কাজ করে,এবং বলে আমি মুসলমান। ( সূরা হা- মিম সিসদাহ: ৩৩)