ফিনটেক শব্দের উৎপত্তি ও পরিচয়

ফিনটেক শব্দের উৎপত্তি ও পরিচয়

ফিনটেক শব্দের উৎপত্তি হয়েছে ফাইন্যান্স ও টেকনোলজির সমন্বয়ে। তাই ফাইন্যান্স ও টেকনোলজি শব্দদ্বয়ের পরিচয় জানলে ফিনটেক শব্দের পরিচয় পেতে সহজ হবে।

Technology শব্দটি গ্রিক শব্দ Techne থেকে এসেছে, যার অর্থ শিল্প ও নৈপুণ্য, এবং logy শব্দের মানে শব্দ এবং বক্তৃতা। এটির প্রথম প্রয়োগ শিল্পের বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটি এখন আমাদের চারপাশের পরিবেশকে প্রভাবিত করে এমন অগ্রগতি এবং পরিবর্তনগুলির বর্ণনা করতে ব্যবহৃত হয়। 

ফিনান্স শব্দটি পঞ্চদশ শতাব্দীতে উদ্ভ‚ত হয়েছিল। অ্যাংলো-ফরাসিতে যার অর্থ "শেষ হওয়া" ও "প্রদান করা" এবং একইভাবে ইংরেজিতে শেষ বা অর্থ প্রদান করাকে বোঝানো হয়। অষ্টাদশ শতাব্দীতে শব্দটি সম্পদ এবং তহবিল পরিচালনার জন্য ব্যবহৃত হতে থাকে। 

সহজ ভাষায়, ফিনটেক (Fintech) হচ্ছে ফাইন্যান্সিয়াল টেকনোলজি (Financial Technology) এর সংক্ষিপ্ত রূপ। সনাতন ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে প্রযুক্তি ব্যবহার করে সুবিধাজনকভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই হলো ফিনটেক। ফিনটেক নিঃসন্দেহে জীবনকে বদলে দেবে। ফিনটেক এখন বাস্তবতা ও যুগের দাবি।

লেখক:

মুফতি ইয়াসিন আরাফত (CSAA)

সেক্রেটারি, ইসলামিক ফাইন্যান্স রিসার্চ কান্সিল

শরিয়াহ সেক্রেটারি, বিডি ক্রাউড লিমিটেড

প্রিন্সিপাল, ব্রেইনারি ডিজিটাল মাদ্রাসা

হেড অব বিজনেস, ব্রেইন্রি লিমিটেড

Previous Post Next Post

Ads